*** Confidence ................
*** আত্মবিশ্বাস ................,
খুব সহজে জীবনকে বুঝে নেওয়া
আমার কাজ ছিলোনা, বুঝবোই বা কি করে?
কতটুকুই বা জানি! তাই নিঃশব্দে যেদিন
হাত রেখেছিলে হাতে। চোখের দৃষ্টিতে,
নিরুত্তর পলক রেখেছিলে চোখে।
তুমি ভেবেছিলে - যে কোনো অছিলায়
আকাশের বুকে তারা গুনে সঙ্গ দেওয়ার চেয়ে,
আমার হাত ছুঁয়ে নেওয়া অনেক সহজ।
ছুঁয়েও দিয়েছিলে। সেই প্রথম, সেই শেষ।
তারপর, কত একাদশী, অমাবস্যায়
গাছের ফাঁকে চাঁদ ওঠা-নামা করেছে।
আমাদের দেখা হয়নি, নিঃশব্দে তাই
প্রেমিক মনের চাঞ্চল্য টের পেতেই,
গ্রহণে রাখলে তোমার আঁচল, আর আমাকে
সযত্নে রাখলে অপেক্ষায়। নিজের পছন্দে
তোমার চাবুক মনে রাঙিয়েছিলে আমায়।
বিশ্বাস করো, জীবন কে পড়তে পড়তে
যতবার এঁকেছি তোমায়, শুধু মনে হয়েছে
আমার সবুজ ঘাসে তুমি উল্টোনো কড়াই,
দিগন্তে শুধু দৃষ্টি থামে, উত্তরে তোমায় যে
স্পর্শ ফিরিয়ে দেওয়ার ছিলো। তা আজও
অপেক্ষায়! মনের ভুল ভাঙে দরজা খুলতেই!
এ জন্মে ঋনী থাকলাম, তবে পরের অংকে
আমার দানে, দেনায় রাখবো তোমায়।
*** Confidence ................,
Understanding life very easily
I didn't have a job, do you understand?
How much do I know! So silent that day
Hand in hand. In the eye of the beholder,
He kept an unresponsive look in his eyes.
You thought - in any case
In the bosom of the heavens,
It's much easier to touch my hand.
He also touched it. That first, that last.
Then, how eleventh, in the new moon
The moon has risen and fallen through the trees.
We haven't met, so silently
As soon as the lover feels the agitation of the mind,
Accept your area, and me
If you keep it carefully, wait. To your liking
Your whip made me red.
Believe me, who reads life
Every time I draw on you, I just think
On my green grass you turn the pot upside down,
Just stop looking at the horizon, the answer is you
The touch was to give back. That is still the case today
Waiting! To open the door to break the mistake of the mind!
I was indebted in this birth, but in the next number
In my gift, I will keep you in debt.
Comments
Post a Comment